শুরু হচ্ছে তামিল ‘জার্সি’ ছবির হিন্দি রিমেকের কাজ। ক্রিকেটকেন্দ্রিক সিনেমাটিতে শহিদ কাপুরের লুকে কিছুটা পরিবর্তন নিয়ে আসার জন্য আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে তাকে। তবে সম্প্রতি শাহিদ কাপুর তার নতুন লুকের ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের শ্যুটিংয়ের ছবি। কালো পোশাকে, কালো চশমায় এতদিন পর সেটে শাহিদকে দেখে স্বাভাবিক ভাবেই খুশি ফ্যানেরা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শাহিদ লিখেছেন, ‘জার্সি প্রস্তুতি… দে ধানা ধন’।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের নজর কেড়েছে দুটি কারণে। এক তো এতদিন পর সেটে ফিরলেন প্রিয় অভিনেতা। তারই সঙ্গে নজরকাড়া তাঁর লুক। অভিনেতার পোস্টে ভক্তদের তেমনই মন্তব্য ভরে গিয়েছে।
ইতিমধ্যেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু করার ব্যাপারে মতামত দিয়েছেন সিনেমাটির আরেক অভিনেতা শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। ‘জার্সি’ সিনেমায় শহিদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি