সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের অনুমোদিত রেলক্রসিং এ সিগনালবাতি স্থাপন ও গেইটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঝাঐল রেলক্রসিংয়ে সিগনালবাতি স্থাপন ও গেইটম্যান নিয়োগ করে এলাকার কমলমতি শিক্ষার্থীদের নিরাপদে রেলক্রসিং পাড় হওয়ার ব্যবস্থা করার জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, আব্দুল আজিজ সরকারসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি