বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ছুই ছুই।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬১ হাজার ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৯৮ লাখ ৬ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬১১ জন মানুষের। এতে করে প্রাণহানি ৭ লাখ ২৯ হাজার ৫৯৪ জনে ঠেকেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় পৌনে ২ লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট সুস্থ হলেন ১ কোটি ২৭ লাখ ১৪ হাজার মানুষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি