রাশিয়ার নিখোঁজ এমআই-৮টি উড়োজাহাজের খোঁজ পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষের মধ্যে কোন যাত্রীকেই জীবিত পাওয়া যায়নি।
রোববার ( ১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তিনজন ক্রু ও ১৯ জন যাত্রী নিয়ে এমআই-৮টি হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল।
রয়টার্স বলছে, মস্কো থেকে প্রায় ৭,১০০কিমি পূর্বে কামচাটকা উপদ্বীপ সম্প্রতি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল তবে এটিই উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ কিনা তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এর আগে বার্তা সংস্থাটি জানায়, হেলিকপ্টারটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এমআই-৮টি একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার, যা ১৯৬০ এর দশকে ডিজাইন করা হয়েছিল। রাশিয়ায় এর ব্যাপক প্রচলন রয়েছে। এছাড়া অন্যান্য দেশেও এ ধরনের হেলিকপ্টারের চাহিদা রয়েছে।