ভারতের পশ্চিমবঙ্গে করোনায় একদিনে রেকর্ড ৪৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭৭৭ জনে দাঁড়িয়েছে এবং মোট মারা গেছেন ১ হাজার ৬২৯ জন।
বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যটিতে এখনও পর্যন্ত ৫৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২০ হাজারের বেশি এখনও চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: ইউএনবি