টিকটক এবং উইচ্যাটের চীনা মালিকদের সাথে লেনদেন নিষিদ্ধ করার জন্য একটি সরকারি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও যুক্তরাষ্ট্র থেকে অ্যাপ্লিকেশনগুলো নিষিদ্ধ করার আইনী কর্তৃত্ব তার রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসন চীনের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় আইনপ্রণেতারাই সেন্সরশিপ, ভুল তথ্য প্রচার, ব্যবহারকারীর তথ্য এবং শিশুদের গোপনীয়তাসহ বিভিন্ন ক্ষেত্রে টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে টিকটক অ্যাপের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারকে সরবরাহ করা হয়েছে বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি ট্রাম্প প্রশাসন।
এর আগে টিকটকের মার্কিন অংশ কিনে নেয়ার পরিকল্পনার কথা জানায় মাইক্রোসফট।
সংস্থাটি জানায়, তারা জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের মার্কিন অংশ কিনে নেয়ার জন্য চীনা সংস্থা বাইটড্যান্সের সাথে আলোচনা করছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র থেকে টিকটক নিষিদ্ধ করছি।’
টিকটকের মুখপাত্র হিলারি ম্যাককুইড যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাতকারে তিনি ‘টিকটকের দীর্ঘমেয়াদি সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী’ হওয়ার কথা জানান। সূত্র: ইউএনবি