ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে ওই হোটেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।