বরগুনায় ‘রিফাত’ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে বরগুনা প্রেসক্লাব চত্তরে এ মানবন্ধন হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী সবাই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। গত ২৬ জুন রিফাতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলায় তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি