দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার (২১ জুন) সকাল ৯টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নম্বর বুথে তিনি ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমি প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। খুবই সুন্দর একটি পদ্ধতি ও এতে ঝামেলা কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। গত ১২ বছরে এ পৌরসভার যে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ আমাদের পাশেই থাকবে। এবারো এখানে নৌকা জিতবে বলে আমি আশা রাখি।’
এদিকে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।