কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাশেম নামে একজন নিহত হয়েছে। বিজিবি’র দাবি নিহত হাশেম মাদক ব্যবসায়ী।
রবিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানান, ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। পরে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি