কুমিল্লায় ধর্ষণ প্রতিরোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা দর্পণ, সেইভ ইনোসেন্স, এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির যৌথ উদ্যোগে এ র্কমসূচি পালিত হয়। সাপ্তাহিক অভিবাদন এর সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আলমগীর খান। উপস্থিত ছিলেন দর্পণের নির্বাহী পরিচালক মো. মাহবুব মোর্শেদসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি