ঝালকাঠিতে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় প্রচারণা ও অভিযান পরিচালনায় জেলা পুলিশের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন শহরের পেট্রোল পাম্প মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। এ সময় যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। এছাড়াও সচেতনতায় বিতরণ করা হয় লিফলেট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি