মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে ঝালকাঠিতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।
বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ছাড়াও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অবসর সুবিধা, বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ ভাগ বেতন কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন হাওলাদারসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি