কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পশাল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব তার সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।
এ সময় দলীয় টেন্টে যাওয়ার চেষ্টা করলে পদবঞ্চিত মিজানুর রহমান লালন-ফয়সাল আরাফাত গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এতে দু’গ্রপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি