কুমিল্লার বরুড়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) সকালে বরুড়া নাগরিক সমাজের আয়োজনে বরুড়া পোস্ট অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গ্যাস থাকলেও সারাদিন আর গ্যাসের দেখা মিলে না। এভাবে চলতে থাকলে আর গ্যাস বিল পরিশোধ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সভাপতি আবুল কাশেম, বরুড়া পৌরসভার মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি