মুজিববর্ষের অনুষ্ঠানে বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেয়ার জন্য আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে একটি নতুন আনসার গার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের শফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ এবং নবগঠিত আনসার গার্ড ব্যাটালিয়ন এর ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়েছেন, আমরা সেখানটাতেই আছি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি