বর্তমান সরকার প্রান্তিক মানুষদের কথা চিন্তা করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ (শুক্রবার) সকালে, কক্সবাজারে স্থানীয় চাষিদের কাছ থেকে লবণ ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, আমদানি নির্ভরশীল না হয়ে দেশে গুণগত মানসম্পন্ন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিসিকের মাধ্যমে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ সময় তিনি লবণ চাষের নতুন প্রযুক্তি পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, ক্রয়কারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোল্লা মো: মজনু, সাংসদ আশেক উল্লাহ রফিকসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি