সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ, প্রতিপাদ্যে সারাদেশে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
ঝালকাঠিতে এ উপলক্ষে সকালে পাট অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা, জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষাসহ পাটের সোনালী দিন ফিরিয়ে আনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া, নাটোরে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এদিকে, ঝিনাইদহে জেলার ৬ জন শ্রেষ্ঠ পাট, পাটবীজ উৎপাদনকারী ও পাটের বস্তা ব্যবহারকারীদের পুরস্কার প্রদান করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি