করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও রোজগার কমে আসা নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে সারাদেশে ১০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর।
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাজারে ১০ টাকা কেজি দরে ‘ওএমএস’ এর চাল বিক্রির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এ কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ২শ’ জনকে ৫ কেজি করে চাল দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, মেহেরপুর, ঝালকাঠি ও সুনামগঞ্জেও ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। এখন থেকে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ চাল বিক্রি করা হবে বলে ডিলাররা জানিয়েছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি