চাঁপাইনবাবগঞ্জে ১ কোটি সাড়ে ১৯ লাখ টাকার হেরোইনসহ আফসার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আজ (রোববার) দুপুরে, জেলার সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায়। এসময় ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইন, মোবাইল সেট ও নগদ টাকাসহ আফসার আলীকে গ্রেফতার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি