নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। কয়েকদিন পানি কিছুটা কমলেও ফের টানা বর্ষণের ফলে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা।
একদিকে করোনা অন্যদিকে বন্যার কারণে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায়, আশ্রয় নিয়েছে অন্য জায়গায়। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না।
পানি নিষ্কাশনের জন্য দুটি পাম্প বসানো হলেও তা বন্ধ থাকায় এলাকায় জলাবদ্বতা বেড়েছে। পানিতে ডুবে থাকা এসমস্ত মানুষগুলো অবিলম্বে পানি নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি