চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মো. কাদের হোসেন ও মো. কাফি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গতকাল রাতে শিবগঞ্জের তেলকুপি গ্রামের পাগলা নদী সংলগ্ন হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি