এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-এই শ্লোগানে বর্তমান সরকারের গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে নানামূখী উন্নয়ণ কর্মকান্ডের প্রচার ও জনসচেতনতামূলক অনুষ্ঠান সোমবার লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে উন্নয়নের ওপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এর আয়োজনে এসব প্রামাণ্য চিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ডান্ট আসাদুজ্জামান গনি, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুসহ স্থানীয় জন প্রতিনিধি ও সুশীল সমাজের নাগরিকগন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি