কুষ্টিয়ায় ভুয়া এনআইডি দিয়ে জমি রেজিস্ট্রেশনের অভিযোগে আটক মহিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
এছাড়া, অপর আসামি আশরাফুজ্জামান সুজনকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
সকালে, মহিবুল ইসলাম ও সুজনকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। গতকাল ডিবি পুলিশের হাতে আটক হন মহিবুল ইসলাম।
এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি