গাজীপুরের শ্রীপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অটোরিকশা চালক রুমান মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা করা। গ্রেপ্তারকৃত রুমান মিয়া উপজেলার সাতখামাইর গ্রামের মো.সুলতান উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত রুমান মিয়া বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে প্রায় পাঁচ মাস পূর্বে নানা প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এর ফলে সে পাঁচ মাসের অন্ত:সত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই বুদ্ধি প্রতিবন্ধীর মা থানায় মামলা করলে অভিযুক্ত রুমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি