বগুড়ার শিবগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে জেএমবির বাংলাদেশ শাখার আমীর খোরশেদ ওরফে মাস্টার সামিল নিহত হয়েছে ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এএসপি সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় টহল পুলিশের উপর একদল দুস্কৃতিকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে খোরশেদ নামের ঐ জঙ্গী নেতা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহত খোরশেদ জামালপুরের সরিষাবাগী থানার ঘোনারপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি