বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। দেশের জনসংখ্যার অর্ধেকভাগ নারী। নারীদের উন্নয়ন ব্যতীত দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকার তাই নারীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের আতনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। নারীরা এখন কর্মক্ষেত্রে অনেকাংশে পুরুষের চেয়ে বেশী এগিয়ে। সর্বক্ষেত্রে তারা সফলতা অর্জন করছে। সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর।
গতকাল (শুক্রবার) বিকেলে বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর অপরাজিতা সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রীর উদ্যোগে ’ফ্যাশন ডিজাইন’ এর উপর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সর্টিফিকের বিতরণ শেষে কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এসব কথা বলেন।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। অন্যান্যের বক্তব্য রাখেন সাংবাদিক শাকিল মোল্লা, ওমর ফারুকী তাপস প্রমুখ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি