আজ (মঙ্গলবার) ভোর রাতে টেকনাফ ও কুতুবদিয়ায় রার্বের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে ।
র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মেহেদী হাসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র্যাবের গুলিবিনিময়ে ঘটনা ঘটে। এসময় আশিক জাহাঙ্গীর কুদরত ও আরিফ হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, ২ টি অস্ত্র, ৮ রাউন্ড গুলিসহ মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
তিনি জানান, একই দিন ভোর ৪টায় কুতুবদিয়ায় র্যাবের আরেক পৃথক বন্দুক যুদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু দিদারুল ইসলাম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি