করোনাকালেও দেশের অর্থনীতি অনেক ভাল অবস্থানে রয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের কারণে এটা সম্ভব হয়েছে।
দুপুরে, মাদারীপুরের শিবচর পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তার সাথে আনন্দ সহকারে পালন করতে পারে।
এদিন চিফ হুইপ বন্দরখোলা ইউনিয়নে নবনির্মিত আব্দুল খালেক মিয়া সেতু উদ্বোধন, দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ৪ তলাবিশিষ্ট নাজিউর রহমান মঞ্জু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি