রাজধানীর তুরাগে পিতার বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তুরাগের নিমতলী এলাকা থেকে অভিযুক্ত পিতাকে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সামাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।
ভুক্তভোগী মেয়েটির মা হাসিনা (ছ্দ্দ নাম) বলেন, প্রথম স্বামীর সঙ্গে ৮ বছর আগে তালাক হয়ে যাওয়ায় সামাদের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় তার। দ্বিতীয় স্বামী ও দুই সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে তুরাগের নিমতলীর ফারুকের বাসায় ভাড়া থাকেন তিনি। গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করায় বাসা অনেকটাই ফাঁকা থাকে। আর এ সুযোগে স্বামী সামাদের লালসার শিকার হয় তার বড় মেয়েটি। বিষয়টি নজরে আসলে শুক্রবার সামাদকে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সামাদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তুরাগ থানার ইন্সপেক্টর অপারেশন দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি