খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মানিকছড়ি উপজেলা সদরে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের আয়োজনে সিন্দুকছড়ি সেনা জোন ও মানিকছড়ি রাজবাড়ির যৌথ অর্থায়নে দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্ভোধন করেন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব।
এসময় অন্যান্যের মধ্যে মানিকছড়ি রাজবাড়ির মেজ কুমার সুচিনপ্রু, মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ, ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও চিকিৎসা নিতে আসা বিপুল সংখ্যক অসহায় হত-দরিদ্র সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এতে এলাকার গরিব, অসহায় ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ওষুধ প্রদান ও ছানি পড়া রোগীদের নির্ণয় করে, পরবর্তীতে চট্টগ্রামে নিয়ে অপারেশন করা হবে। লায়ন্স হাসপাতালের সার্জেন সৌমেন তালুকদারের নেতৃত্বে ৭ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল এতে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৩শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় বলে জানান সেনা বাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন মাহমুদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি