নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ২১ পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ প্রধান অতিথি হিসেবে হতাহত পরিবারের প্রতিনিধির হাতে চেক তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিহতের পরিবার ২০ হাজার, গুরুতর আহত ১০ হাজার ও আহত পরিবার ৫ হাজার করে আর্থিক অনুদান পান।
সরকারের জিআর প্রকল্প থেকে এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা।
উল্লেখ্য, গত রবিবার সকাল পৌনে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলা গুনাইহাটি এলাকায় ক্রাউন সিমেন্টের লং লড়ির সাথে আলিফ লামমিম পরিবহনের একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি