দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে প্রবেশের দায়ে একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-স্বামী মজিবর হোসেন (২৭), স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)।
২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুরের দেশমা বাজার এলাকায় অপরিচতি তিনজন ব্যক্তি বসে আছে। তাদেরকে স্থানীয়রা নাম, ঠিাকান জানতে চাইলে কিছু বলতে পারেনি। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে তারা ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন।
তিনি আরও বলেন, সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।