নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর – পাবনা মহাসড়কের উপজেলার ধানাইদহ বাজার এলাকার কাজল স্বর্ণা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় লিটারে তেলের পরিমান কম দেওয়ার অপরাধে ফিলিং স্টেশনের মালিক খালিদ মোশারফকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও পাম্পের একটি মেশিন সিলগালা করে দেওয়া হয়। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম জানান, তেলে কারচুপি করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং জরিমানা করা হয়। আগামীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।