‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পাঠ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ “প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে উপজেলার ২৪ শত চাষীদের প্রত্যেকের মাঝে ১৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, আগ্রহী পাট চাষীদের পাট বীজ উৎপাদনে উৎসাহ প্রদান এবং সোনালী আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনায় এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য।