কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে ভাসমান অবস্থায় জাহিদুল (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। আজ সকালে মিরপুর জিকে খাল জাহিদুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত নুর হোসেন মালিথার ছেলে। মিরপুর পৌরসভার গণশৌচাগারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে জিকে ক্যানালে মাছ ধরতে আসা মৎস্য শিকারীরা আসলে ভাসমান অবস্থায় একটি লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে ভাসমান অবস্থায় জাহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তবে তিনি কি কারণে মারা গেলেন, ময়নাতদন্তের পর সব কিছু জানা যাবে বলে তিনি সাংবাদিকদেরকে বলেন।