কুষ্টিয়ায় অবশিষ্ট ২২ হাজার ৪শ ৩৫ জনের মধ্যে মাত্র ১হাজার জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে আজ। শনিবার সকাল থেকে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান শুরু হয়েছে।
চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়। এরপর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। বাকী আছে ২২ হাজার ৪শ ৩৫ জন। এর পর থেকেই দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। টিকা শেষ হয়ে যাওয়ায় কুষ্টিয়ায় ১১ মে আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দিয়ে করোনার টিকাদান বন্ধ করা হয়। তিনি বলেন, আরো টিকা পাওয়ার চেষ্টা চলছে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন বলে আশা তার।
ডাঃ আনোয়ারুল বলেন, নতুন করে এসেছে মাত্র ২০০ ভায়েল টিকা। এ দিয়ে ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এরমধ্যে আজ শনিবার ১০০০ জনকে টিকা দেয়া হচ্ছে। এক্ষেত্রে সিরিয়ালে যারা আগের দিকে আছেন তারাই পাচ্ছেন। আরো ১ হাজার জন টিকা দেয়া হবে পরবর্তী ১/২ দিনের মধ্যে।