বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে ।
আজ (শুত্রবার) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, পদ্মা সেতুর পাশেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মাহবুব আলমসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি