তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুতে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলিউড। বলিউডের একাংশের ওপর ক্ষুব্ধ সুশান্তের ভক্ত ও খোদ বলিউডের অনেক তারকা। মেধাবীদের অবজ্ঞা করে পক্ষপাতিত্বের আঙুল তুলে প্রভাবশালী নির্মাতা করণ জোহরকে বলিউডে ‘স্বজনপ্রীতি’র মশাল বহনকারী বলে মন্তব্য করে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।
কঙ্গনার এই মন্তব্যের পর সুশান্তের ভক্তসহ অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করেছে এই নির্মাতাকে। এ ঘটনার পর করণ জোহর নিজেও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অনেক তারকার অ্যাকাউন্ট আনফলো করে দিয়েছেন। এখন কেবল আটটি অ্যাকাউন্টের ফলোয়ার তিনি।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)